উপন্যাস

আসেনি বিয়ের পালকী 

-মোঃ খোরশেদ আলম 


অভিনয়ে যারাঃ-

. ছোট মিয়া ( তরুণ এক যুবক )
. বড় মিয়া ( পাগল যুবক )
. রহিম শেখ ( ছোট মিয়া বড় মিয়ার বাবা) গ্রামের এক গরিব কৃষক
. মাতাব্বোর ( গ্রামের মোড়ল ছকিনা বিবির ভাই )
. কুলছুম (এক তরুণ যুবতি মেয়ে )
. ছকিনাবিবি (কুলছুমের মা)
. মিলেটারি সাব ( কুলছুমের বাবা)
. পিয়ন (সরকারি চাকুরী জীবি পাকিস্তানীদের পথ প্রদর্শক )
. মাতা হাজেরা বানু ( বড় মিয়া ছোট মিয়ার মা)
. নেতা (এক শহুরের বাবু শহর ছেরে গ্রামে বসবাস )
. মিলেটারী পুলিশ ( পাকিস্তান থেকে আগত )
. কোরাস দল ( গানের সুর ধরবে তারা )


নাটকের মুল কথাঃঃ- গ্রাম বাংলার সহজ সরল কৃষক রহিম শেখ দুই ছেলে নিয়ে তার বসবাস দিন যাচ্ছিলো তাদের সুখের সাথে, একদিন সাপের কামড়ে বড় ছেলেটা জ্ঞান হারিয়ে পেলে অনেক ব্যবস্থা নেয়ার পর ছেলেটি ভালো হয় কিন্তু সে একে বারে ভালো হয় না , তার স্মৃতি হারিয়ে পাগল হয়ে যায় । নাটকের মুল নায়ক নায়ীকা ছোট মিয়া ও কুলছুম গ্রামের সবচাইতে সুন্দরী মেয়ে আদরের মাঝে বড় হওয়া ভালোবেসে ছিলো বলে ছোট মিয়াকে পেতে হয়েছিলো অনেক জ্বালা কুলছুমের মামার হাতে, তার মামা ছিলো পাকিস্তানীদের দাদাল (রাজাকার) তিনি সব সময় চাইতো নেতার সাথে কুলছুমের বিয়ে হোক। নেতা ছিলো মধ্যম বয়স্ক এক সম্পদশালী যুবক, গ্রামে থাকা তার সখ, তবে চরিত্রের দিক থেকে সৎ চরিত্রের অধিকারি সবার বিপদের বন্ধু মুক্তি বাহিনির প্রতিষ্টাতা স্বাধীনতার প্রধান অধিপতি মিলিটারি সাব কুলছুমের বাবা জন্ম থেকে বোবা , বাবার একমাত্র ছেলে জমি জমা ছিলো অনেক । টাকার লোভে পরে ছকিনাবিবির ভাই মাতাব্বোর ছকিনাকে যোর করে বিয়ে দেয় । ছকিনা বিবি ছিলো অনেক বুদ্ধিমতী তায় সফল হতে দেয়নি ভাইয়ের লোভ লালসা । বোবা স্বামীকে মেনে নিয়ে চালিয়ে নিয়েছেন সব কিছু ।  

No comments:

Post a Comment