Saturday, March 28, 2015

তরী


তরী
--কবীর সরকার
স্রোত আমায় ভাসিয়ে নিল
দূরে বহু দূরে,
আসিয়াছি মহাসাগরে
কত যুগ অতিক্রম করে।
কত গভীর, কত জল
আমার তরী হল তল
মাঝ সাগরে,
স্রোত আমায় ভাসিয়ে নিল
দূরে বহু দূরে।
আমার আবার যেতে হইবেযেখান থেকে আসা,
তরী ডুবিল যাওয়ার নেইকোন আশা।।
তবুও যেতে হইবে ছেরেএই ভুবন
ডুবিয়া থাকিব আমি আর কতক্ষণ ,
ডুবিয়া থাকিব আমি কত যুগ জনম ----

No comments:

Post a Comment