Saturday, March 28, 2015

" নজরুল "


" নজরুল "
************
(- কৃপা অাচার্য)
----------------
বিদ্রোহী বীর...
চির উন্নত শির-
রণসঙ্গীত শুনি বাতাসের ভাঁজে
ভাঁজে
পদ্মা-যমুনাতীর...
কোথায় তার
স্বপ্ন-সাধ...
চিরবিস্ময়ের দেশে
সাম্যবাদের গান,
বিপ্লবী শ্লোগান অবশেষে...!
দারিদ্র্য তোমাকে করেছে মহান
বুঝেছো ক্ষুধার জ্বালা,
রুটির দোকানের দুখুমিয়া
একদিন ভেঙেছো শিকলতালা...
বুঝেছো তুমি শোষিতের কষ্ট,
ধরেছো মুঠি কঠোর হাতে...
ঘুমহীন সৈনিক
তুমি সারাদিনে-রাতে...
নিরলস তুমি, গানের পাখি
ডেকে যাও সবাইকে নতুন প্রভাতে
...সে ডাক ছুটে রণে ও প্রেমে,
দূরে...বহু দূরত্বে...।
প্রেমের পুরুষ কখনও তুমি
বাঁজাও বাঁশি সঞ্জীবনে-
' রাধা...রাধা...' সুরে-সাধনে
ছন্দে-ছন্দে... নৃত্যে-গানে।
মুখে পাই তোমার সত্যের গান,
গণমানুষের তুমি কেড়েছো প্রাণ...
ধুমকেতু তুমি বিশ্বের আকাশে...
জাগবে আবারও নিপীড়িতরা
সমৃদ্ধ চেতনায় বিদ্রোহী বাতাসে...।
নজরুল,
গেঁথেছো কতো মাল্য...কুড়িয়েছ
ো ফুল-
দোলনচাঁপা,জুঁই, চামেলি,
শিউলি,বনফুল।
প্রেমের বাঁধন কতো গুঞ্জন...
পাপিয়া তুমি,তুুমি বুলবুল
শেষ হবে না তোমার গীতমালা
...গানের পাখি নজরুল।
কতো ফরিয়াদ করেছো করজোড়ে
বিধাতার দরবারে তুমি,
তবুও ধরনী হয়নি মুক্ত
... আমাদের জন্মভূমি ;
তোমার শ্লোগানে করি সংগ্রাম
পথ- প্রান্তর সবখানে,
ধর্মাশ্রয়ী শকুনের দল
লালসার জিহ্বা ধর্মস্থানে,
...সম্পদচোর-শোষক-বজ্জাত
রন্ধ্রে রন্ধ্রে সবখানে ।
...জাগো নজরুল,
আবার জাগো,হানো আঘাত...করো
দ্রোহ
...কাঁপাও মাটি
...ভেঙে যাক ওদের ঘাটি,
ধরতে হবে শাবল-হাতুড়ি
ধরতে হবে কুঠার-খড়্গ
...ধুলিস্মাৎ হোক রাবণের মাথা
...ছিন্ন হোক ওদের মোহ ।
*****:

No comments:

Post a Comment