Monday, March 30, 2015

বৈশাখ এসেছে বৈশাখ - মোঃ খোরশেদ আলম


বৈশাখ এসেছে বৈশাখ

বৈশাখ এসেছে সবার ঘরে বৈশাখ , হ্যাঁ বৈশাখ !  
রমনার বট মূলে দেখো বসেছে মেলা,  
কিশোর কিশোরীরা ঘুরছে দেখো ঝাঁকে ঝাঁক, হ্যাঁ বৈশাখ!  

বৈশাখ এসেছে নিয়ে দেখো নতুন কথা
দোকানের দোকান্দার খুলছে বৈশাখী হাল খাতা।
দেখো মিলন মেলায় চলছে তাঁদের কেনা বেচার হাট, হ্যাঁ বৈশাখ !

বৈশাখ লেগে আছে দেখো কিশোরীর শাড়ীর আঁচলে
পা দুখানি লাল করে বলছে বৈশাখ আজ বৈশাখ ।
দেখো ঝুমঝুম শব্দ নিয়ে আসছে বৈশাখ ঐ কিশোরীর পায়ে , হ্যাঁ বৈশাখ!

বৈশাখ এসেছে বলে রমণী বদলেছে তার রূপ
স্বামীর কাছে এসে বলে লাগছে কি খুব ?
বৈশাখ এসেছে আজ বৈশাখ, হ্যাঁ বৈশাখ!  

বৈশাখে দেখো হিন্দু পরিবার
নাচে গানে ব্যকুল তারা পাবে কি আবার !
বৈশাখ এসেছে আজ বৈশাখ, হ্যাঁ বৈশাখ !  

বৈশাখ এসেছে ! এসেছে বৈশাখ !
চারদিকে ঝরে পড়ছে বাতাসে ঝরা পাতা
মুছে দিতে ক্লান্তি বেদনায় ভরা জ্বালা।
বৈশাখ এসেছে আজ বৈশাখ ! হ্যাঁ আজ বৈশাখ !

কে কোথাই আছো!
দেখে যাও ! আজ দেখে যাও !
বৈশাখ এসেছে বৈশাখ , হ্যাঁ বৈশাখ !
হা-হা-হা বৈশাখ আজ বৈশাখ ।

No comments:

Post a Comment