হে প্রিয় জগত বাসী।
সৃষ্টি আজ সেবক চায়।
মানুষ চায় শান্তি।
মানবতা চায়
তাহার বিকাশ।
আর শান্তি চায়
তাহার পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা।
আমরা সবাই মানবতাবাদী।
মানবতা প্রতিষ্ঠাই আমাদের সাধনা।
আমাদের কাছে প্রতিটি মানুষের মান সমান।
যাহা সত্য
যাহা ন্যায়
যাহা সুন্দর ও
যাহা শান্তিময়
তাহাই আমাদের কাম্য।
অসত্য অন্যায়
অসুন্দর ও অশান্তির বিরুদ্ধেই আমাদের বিদ্রোহ।
সৃষ্টি কর্তার প্রশংসা করা।
পিতা মাতার সেবা করা।
মানবতা রক্ষা করিয়া চলা।
এবং সদা সর্বদা কাজ করাই আমাদের ধর্ম।
প্রতিটি মানুষের সাথে
বিশ্বাস ভক্তি শ্রদ্ধা স্নেহ সাহায্য সহযোগিতা
সংযম ও সমতা রক্ষা করিয়া চলাই আমাদের কর্তব্য।
No comments:
Post a Comment