Saturday, March 28, 2015

আদরের ছেলে খোকা

আদরের ছেলে খোকা
- মোঃ খোরশেদ আলম
আমার আদরের ছেলে খোকা, 
ওকে দেখে আমার অতীত কে ভুলে থাকি, 
ওকে দেখে আমি নতুন কিছু দেখি ।
ওর বাবা গেল সেই ভাষা আন্দলনে 
আর ফিরে আসলো না , 
অনেক খুঁজে ছিলাম, ঢাকার অলি গলিতে , 
পাওয়া গেলনা ।
অবশেষে তাকালাম তার আর আমার স্মৃতির দিকে 
আমার ছেলে খোকা। 
আমার স্বামীর আশা , 
খোকা কে নিয়ে আমার সামীর অনেক আশা।
আমাদের খোকা একদিন বড় হবে, 
সবাই তাকে মানবে, 
তাকে নিয়ে লিখবে অনেক কবিতা , 
অনেক গল্প আর গান, 
যা দেখে জুরাবে আমাদের প্রান।
কেন জানি খোকা আজ 
আমার সাথে করলো রাগ , 
খোকার সে হাসি আর কেন দেখিনা ? 
আমার খোকা তো যুদ্ধে গেল 
আসবে আবার ফিরে , 
তবে কেন আসছেনা ?
তার জন্যে বসে আছি আমি 
এটা সেটা আরো কত কিছু নিয়ে দামী দামী। 
সাজিয়ে রেখেছি ,কখন যেন খোকা এসে বলে 
আমি ক্ষুধার্ত খেতে দাও আমায় ।
অনেক দিন হয়ে গেল , 
আমার খোকা আজো ফিরে আসছেনা কেন? 
কত মায়ের সন্তান বাড়ি ফিরলো 
তবে আমার খোকন কোথায় গেল ?
পাগলের মত বাজছে কান্নার বাঁশি 
থেমে গেছে পাগল মায়ের হাসি । 
আদরের খোকা গেল বুঝি, 
ওর বাবার মত বানের জলে ভাসি ।

No comments:

Post a Comment