Saturday, March 28, 2015

স্বাধীনতা তুমি ধন্য"


"স্বাধীনতা তুমি ধন্য"
- লতিফুল হাসান
স্বাধীনতা!তুমি কি জানো?
কত রক্ত ঝরেছে তোমার জন্য!
কত মা কান্নায় বুক ভাসিয়েছে
তার সন্তানের জন্য,
স্বাধীনতা!তুমি কি জানো?
কত নদী হারিয়েছে তার স্রোত
থেমে গিয়েছে তার গতি!
স্বাধীনতা!তুমি কি জানো?
তোমার জন্য বুকের তাজা রক্ত ঢেলে রন্জিত করেছিল রাজপথ,
তারা কারা!
তুমি দাওনি কো তবু সাড়া।
স্তব্ধ ছিল কন্ঠ তোমার
নির্বাক ছিল দৃষ্টি,
পুরাতনকে ঝেরে ফেলে দিয়ে
নতুনকে করেছ সৃষ্টি।

No comments:

Post a Comment