Friday, March 27, 2015

স্বাধীনতা


স্বাধীনতা
### মো. শামীম ইসলাম ###
স্বাধীনতা মানে একটি নিশান
ভূয়িষ্ট জনতার ইপ্সিত তৃণাসন।
স্বাধীনতা মানে প্রশস্য শক্তি
অদম্য নির্ভীক নেতার যোক্তিক উক্তি।
স্বাধীনতা মানে মুক্ত বিহঙ্গ
অশান্ত সমুদ্র্যের উচ্ছসিত তরঙ্গ।
স্বাধীনতা মানে অঙ্গনার নৃত্য
ক্লান্তির পর পরিপূর্ণ করে চিত্ত।
স্বাধীনতা মানে বিরাট সফলতা
যেখানে থাকে সাহসী সৈনিকের বীরত্বের গৌরবগাথা।
স্বাধীনতা মানে চূড়ান্ত সাধ
কবি সাহিত্যিকের বিচরণ অবাধ।
স্বাধীনতা মানে শৃংখলমুক্ত জীবন
কোটি মানুষের সুখের প্লাবন।

No comments:

Post a Comment