Friday, March 27, 2015

স্বাধীনতা

স্বাধীনতা তুমিকি দেখেছ?
হানাদার বাহিনীরা এসেছিল সে
ভয়াল মার্চের রাতে,
উপড়ে পড়েছে বাংলার উপর
প্রচন্ড আঘাতে।
স্বাধীনতা তুমিকি দেখেছ?
লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে
ছাড়িয়া আসিয়া নিড়,
হাসতে হাসতে বিলাতে জীবন
ডরেনি কবু বীর।
স্বাধীনতা তুমিকি দেখেছ?
লড়তে গিয়ে লাশহয়েছিল পাক
বাহিনীর হাতে,
ভাইয়ের মৃত লাশ কাঁধে নিয়ে
লড়েছিল ভয় করেনি তাতে।
স্বধীনতা তুমিকি দেখেছ?
এক সাগর শনিতের পোয়ারা যখন
বয়েছিল এ দেশে,
স্বাধীন হবে বলে তবুও দিয়েছে
জীবন মুক্ত মনে হেসে।
স্বধীনতা তুমিকি দেখেছ?
একটি মাত্র ছেলেকে ও মা
পাঠিয়েছিল যুদ্ধের মাঠে,
স্বধীনতা পেতে ভুলেছ ছেলেকে
চাপিয়া বালিশ হার্টে।
স্বধীনতা তুমিকি দেখেছ?
বিধবা বউ আর ছেলে মেয়েদের
কান্নার করুন সুর,
ঝলসে গেছ্ ,ভষ্মে গেছে সব সে
সুর গেছে যত দুর।
স্বাধীনতা তুমিকি দেখেছ?
পাক বাহিনীর তপ্ত ভুলেটে
হয়েছিল যখন লাশ,
পাশের ভাইয়েরা ডরেনি কবু
স্বাধীন হওয়ার ছাড়েনি আশ।
স্বধীনতা তুমিকি দেখেছ?
লক্ষ লক্ষ নারীরা যখন হারিয়েছে
তাদের মান,
বীরের জাতী ডরেনি কবু ,ভাবেনি
কবু,হারেনি কবু করেছে তা বরন।
স্বাধীনতা তুমিকি দেখছ?
বাগান ভাঘাড়ের প্রানিরা যখন
ছিড়ে ছিড়ে খেয়েছিল লাশ,
তখনতো তারা সংগ্রাম করেছিল
লাঠি সোটা দিয়ে বাঁশ।
স্বাধীনতা তুমিকি দেখেছ?
এক বুলেটে হত্যা করত দাড়ায়ে
সারি সারি,
ভয় না পেয় ঝাপিয়ে পড়ছে তবুও
উন্নত শির নাড়ি।
নয়টি মাসের রক্ত ক্ষয়ী যুদ্ধ
যখন শেষ,
ডিসেম্বরের ষোল তারিখ পেলাম
স্বধীন দেশ।

লিখেছেন -

            সৈয়দ মহিউদ্দিন

No comments:

Post a Comment