Friday, April 10, 2015

এ সপ্তাহের সেরা কবিতায় নির্বাচিত হলেন কবি আমীর উল রুমী




রক্তজবা মুখ
আমীর উল রুমী
------------------------
আরাকানের সদ্যোজাত শিশুর বুকে
জমে আছে রক্তের দাগ
চোখে তার ফুটে আছে রক্তজবা
প্রতিনিয়ত দেখে তারা-
হিংস্র মানবতার মুখ।

শিশুতোষ বৃক্ষ গুলো
রোদের রঙ মেখে-প্রতিদিন ঝরে পড়ে
লোনামাখা সবুজ পাতা
বুকে তার বয়ে যায়
বরফনদীর দুঃখ স্রোত।

জাতিসংগের বিবেক গুলো
মূর্খ দানবের মত পৃথিবীকে করেছে শ্বশ্মান
মানুষের হৃদয়ে পুঁতে রাখা বিষবৃক্ষ
বাতাসে ভেসে আসে লাশের গন্ধ।

মনের চারপাশে অদৃশ্য জালের বেড়া
নিরাপত্তা বলয়ে বারুদের গন্ধ
পারমাণবিক চূলায় পোড়ে মানুষের দেহ
পৃথিবীর বুকে ছড়িয়ে রেখেছে ওরা
দানবের মত কালো হাত।

আমরা চলেছি মৃত্যুর পথে
রাহুর মত নিত্যদিন গ্রাস করে
আমাদের সদ্যোজাত শিশুর শরীর
ভিসুভিয়াসের আগ্নেয় মুখে
পুড়ে পুড়ে সবকিছু ছাইবর্ণ হয়ে যায়
দানবেরা ভেঙে দেয় জীবনের ছায়া
ফিরে যায় আবার প্লাবন হয়ে
ওদের ইন্দ্রজাল ছিঁড়ে ফেলে
পালাবার পথে দেখি অন্ধকার।

মুক্তির জয়গান গেয়ে জেগে উঠো---
নিঃসহায় নিঃশ্ব মানুষেরা
মেঘের পরতে দেখো সূর্য হাসে
শিশুমুখ আলো হয়ে ফিরে আসে
আমাদের ধূলোমাখা উঠোনে
সকল আঁধার শেষ হলে
স্পর্শ করি প্রাভাতের আলো।

No comments:

Post a Comment